processing...

এনজিও বিষয়ক ব্যুরো
প্রধানমন্ত্রীর কার্যালয়

ব্যবহারকারীর ড্যাশবোর্ড

নির্দেশনা

৫.১ দেশী এনজিও'র নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী :
ক) ০২টি জাতীয় পত্রিকায় ( বাংলা ও ইংরেজী পত্রিকায় "নাম পরিবর্তন বিষয়ে বিজ্ঞাপনের মূলকপি
খ) নাম পরিবর্তন ফি বাবদ-২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকার (কোড নং-১-০৩২৩-০০০০- ১৮৩৬) চালানের মূলকপিসহ অনুলিপি
গ) গঠনতন্ত্র পরিবর্তন ফি বাবদ-১৩,০০০/ (তের হাজার) টাকার (কোড নং-১-০৩২৩-০০০০- ১৮৩৬) চালানের মূলকপিসহ
ঘ) ফরম-৮ মোতাবেক নির্বাহী কমিটির তালিকা
ঙ) নির্বাহী কমিটির সদস্যদের ভোটার আইডি কার্ডের ফটোকপিসহ সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
চ) ৩০০/তিনশত) টাকার স্টাম্পে নাম পরিবর্তনের বিষয়ে এফিডেবিট এর কপি
ছ) এনজিও বিষয়ক ব্যুরোর মুল সনদপত্র
জ) পরিবর্তিত নামে প্রাথমিক নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের সত্যায়িত সনদপত্রের কপি
ঝ) প্রাথমিক নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদিত নির্বাহী কমিটির তালিকার সত্যায়িত কপি
ঞ) সর্বশেষ সাধারণ সদস্যদের তালিকা
ট) নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সাধারণ সভার কা্যবিবরণীর (উপস্থিত সদস্যদের তালিকাসহ) সত্যায়িত কপি
ঠ) পূর্ববর্তী নামের সকল দায়-দায়িত্ব বর্তমানে পরিবর্তিত নামের সংস্থার উপর বর্তাইবে মর্মে অংগীকার নামা (সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত)।
ড) দাখিলকৃত চালানের ডপর ১৫% ভ্যাট নির্ধারিত কোডে জমাপূর্বক চালানের মূলকলিসহ (কোড নং-১-১১৩৩-০০৩৫-০৩১১)
ঢ) ২০১০-২০১১ অর্থবছর হতে হালনাগাদ পর্যন্ত সংস্থার নিবন্ধন/নিবন্ধন নবায়ন/নাম পরিবর্তন/গঠনতন্ত্রের যে কোন ধারা পরিবর্তনের বিষয়ে দাখিলকৃত ফি এর উপর ১৫% বকেয়া ভ্যাট (যদি ইতোমধ্যে প্রদান না করা হয়ে থাকে) সংশ্লিষ্ট কোডে জমাপূর্বক চালানের মুলকপিসহ
৫.২ বিদেশি এনজিও'র নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী
ক) ২টি জাতীয় পত্রিকায় ( বাংলা ও ইংরেজী পত্রিকায় ) নাম পরিবর্তন বিষয়ে বিজ্ঞাপনের মূলকপিসহ
খ) নাম পরিবর্তন ফি বাবদ-২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকার (কোড নং-১-০৩২৩- ০০০০-১৮৩৬) চালানের মূলকপি এবং ১৫% ভ্যাট (কোড নং-১-১১৩৩-০০৩৫-০৩১১) প্রদানপূর্বক চালানের মূলকপিসহ
গ) গঠনতন্ত্র পরিবর্তন ফি বাবদ-১৩,০০০/-(তের হাজার) টাকার (কোড নং-১-০৩২৩-০০০০-১৮৩৬) চালানের মুলকপি এবং ১৫% ভ্যাট (কোড নং-১-১১৩৩-০০৩৫-০৩১১)জমাপূর্বক চালানের মূলকপিসহ
ঘ) সংশ্লিষ্ট দেশের বোর্ড অব ডিরেক্টরস/বোর্ড অব ট্রাষ্টির তালিকা (সংশ্লিষ্ট দেশের পিস অৰ জাস্টিস কর্তৃক নোটারীকৃত)
ঙ) নাম পরিবর্তন বিষয়ে সংশ্লিষ্ট দেশের বোর্ড অব ডিরেন্টরস/বোর্ড অব ট্রাস্টির সিদ্ধান্তের কপি (সংশ্লিষ্ট দেশের পিস অব জাস্টিস কর্তৃক নোটারীকৃত মূলকপিসহ)
চ) ৩০০/(তিনশত) টাকার স্টাম্পে নাম পরিবর্তনের বিষয়ে এফিডেবিট এর মুলকপিসহ
ছ) এনজিও বিষয়ক ব্যুরোর মূল সনদপত্র
জ) সংস্থার পরিবর্তিত নামের সনদপত্রইনকর্পোরেট সার্টিফিকেট (সংশ্লিষ্ট দেশের নোটারীকৃত মূলকপি)
ঝ) সংস্থার পরিবর্তিত নামের বাই লজ(By laws)/গঠনতন্ত্রের কপি (সংশ্লিষ্ট দেশের পিস অব জাস্টিস কর্তৃক নোটারীকৃত মূলকপিসহ)
ঞ) সংস্থার পূর্ববর্তী নামের সকল দায়-দায়িত্ব বর্তমানে পরিবর্তিত নামের সংস্থার উপর বর্তাইবে মর্মে অংগীকার নামা (সংস্থা প্রধান কর্তৃক স্বাক্ষরিত)
২০১০-২০১১ অর্থবছর হতে হালনাগাদ পর্যন্ত সংস্থার নিবন্ধন/নিবদ্ধন নবায়ন/নাম পরিবর্তন/গঠনতন্ত্রের যে কোন ধারা পরিবর্তনের বিষয়ে দাখিলকৃত ফি এর উপর ১৫% বকেয়া ভ্যাট (যদি ইতোমধ্যে প্রদান না করা হয়ে থাকে) সংশ্লিষ্ট কোডে জমাপূর্বক চালানের মূলকপিসহ